গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাফিজা আক্তার (৩০) নামের এক নারী। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহত নারীর স্বজনরা জানান, ছয় মাস আগে সাত সন্তানের বাবা রাসেল শেখকে বিয়ে করেন মাফিজা আক্তার। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে রাসেল শেখের প্রথম স্ত্রীর সঙ্গে তার কলহ চলতে থাকে। এর ধারাবাহিকতায় আজ সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন মাফিজা।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট করেছি। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই নারীর পরিবার একটি অপমৃত্যুর মামলা করেছে।