Header Border

ঢাকা, সোমবার, ৫ই ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৭.৯৬°সে

বিজয় দিবসে জেলা প্রশাসকের বাণী পাঠের সময় চলে গেলো বিদ্যুৎ

মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এসব অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ শেষে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন যখন মাঠে উপস্থিতি সকলের উদ্দেশ্যে মহান বিজয় দিবসের বাণী পাঠ করছিলেন ঠিক তখনই ওই এলাকায় বিদ্যুৎ চলে যায়। ফলে জেলা প্রশাসকের দেওয়া সম্পূর্ণ বাণী কেউ শুনতে পায়নি। এতে বিদ্যুৎ বিভাগের দায়িত্বশালীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মাঠে থাকা সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থী কামরান আহমেদ বলেন, ইতিহাস জানতে পরিবারের সকল সদস্যদের নিয়ে মাঠে এসেছি। কিন্তু মহান বিজয় দিবসে যখন শহীদদের স্বরণ করে জেলা প্রশাসক বাণী পাঠ করছিলেন সেই সময় বিদ্যুৎ চলে গেল। এটা সত্যি খুব দুঃখজনক।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, মহান বিজয় দিবসে বিদ্যুৎ বিভাগ কেন জেলা প্রশাসকের বাণীর সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল সেটা ক্ষতিয়ে দেখতে হবে।

স্থানীয় বাসিন্দা জুবায়ের আহমদ বলেন, যখনই ডিসি বাণী পাঠ শুরু করলেন ঠিক তখনই ওই এলাকায় বিদ্যুৎ চলে গেলো? বাণীর শেষ পর্যায়ে আবার বিদ্যুৎ এলো? এমন একটা দিনে বিদ্যুতের এমন ভেলকিবাজি সত্যিই দুঃখজনক।

স্থানীয় বাসিন্দা আহমদ নূর বলেন, আমি মনে করি বিদ্যুৎ যাওয়ার পেছনে বিদ্যুৎ অফিসের সকল কর্মকর্তার কাজের প্রতি গাফলাতি আছে। তা না হলে বিজয় দিবসের বাণী পাঠ করার সময় কেন বিদ্যুৎ চলে যাবে?

সুনামগঞ্জ বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা লোকমান আহমদ বলেন, বিজয় দিবস অনুষ্ঠানে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য মাঠে আমাদের একটি ইমারজেন্সি গাড়ি রয়েছে। তারপরও বিদ্যুৎ চলে যাওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। কেন বিদ্যু চলে গেলো সেটা ক্ষাতিয়ে দেখবো ৷

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নেত্রকোনায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর
ক্লাস বর্জন করে ময়মনসিংহ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন
বগুড়ার সেই তুফান সরকার জামিনে মুক্ত
হিলি সীমান্ত থেকে দুই মাদরাসাছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আইনজীবী, গ্রেফতারি পরোয়ানা

আরও খবর