চাকরি সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশ প্রতিপালন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ।
রোববার (৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ।
তিনি জানান, পিটিশনকারী দুইজনের পক্ষে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও তাদের চাকরি না দেওয়ায় আদালত স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন।
স্বাস্থ্য বিভাগে এমএলএসএস পদে শারমিন সুলতানা আখি ও স্বাস্থ্য সহকারী পদে আয়েশা সিদ্দিকাকে আদালতের নির্দেশে নিয়োগ না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।