ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে ভারতীয় প্রসাধনী ও চকলেট জব্দ করেছে র্যাব। একই সঙ্গে আব্দুর রহমান (২১) নামে এক তরুণকে আটক করা হয়।
রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-১৪ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক আব্দুর রহমান সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ডুপি গ্রামের আখলাকুর রহমানের ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা শনিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবস্থান করেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে বালু ভর্তি একটি ট্রাক আটকের পর তল্লাশি করা হয়। তল্লাশিকালে অভিনব পদ্ধতিতে বালুর ভেতর থেকে ২ হাজার ৬২৪ পিস ভারতীয় ইমামি তেল, ২ হাজার ৬২৮ পিস ব্যুরো প্লাস ক্রিম, ১ হাজার ২৯৬ পিস জনসন বডি লোশন, ৪ হাজার ২১৮ পিস জনসন ক্রিম, ১ হাজার ৪৪৯ পিস কিটকেট চকলেট, ২৩১ পিস ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়। এ সময় এই চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক তরুণকে আটক করা হয়। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, আটক আব্দুর রহমান দীর্ঘদিন যাবত সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ভারতীয় প্রসাধনী সামগ্রী ও ভারতীয় লেহেঙ্গা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রির কথা স্বীকার করেছেন। উদ্ধার পণ্যগুলো এবং গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে