Header Border

ঢাকা, শনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৩.৯৬°সে

নোয়াখালীর শ্রেষ্ঠ ওসি আবুল খায়ের

নোয়াখালীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের। নভেম্বর মাসের কর্মমূল্যায়নে এ ঘোষণা দেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

রোববার (৫ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সে শহীদ কনস্টেবল মনিরুল হক হলে আয়োজিত কল্যাণ সভায় বিভিন্নস্তরের ১০ জনের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) এ এন এম সাইফুল আলম খাঁন, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী, সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন, কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন, বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম, সুধারাম মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাজিম উদ্দিন, একই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জুয়েল আলম।

এছাড়া পুলিশ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আবদুর রহিম ও পুলিশ লাইন্সের পরিদর্শক মো. আনোয়ারুল করিমকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপারের পক্ষে মনোনীতদের হাতে সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা।

তিনি বলেন, পুলিশে ভালো কাজের পুরস্কার আছে, তেমনি খারাপ কাজে তিরস্কারও রয়েছে। জনগণের কল্যাণে কাজ করে পুলিশ বিভাগের সুনাম ধরে রাখতে উপস্থিত সবে কর্মকর্তার প্রতি আহ্বানও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ডিমলায় ভিক্ষুক পুনবার্সনের লক্ষ্যে উপকরন বিতরন
ডিমলায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
তিস্তার ভূ-উপরিস্থ পানি সম্পদের যথার্থ ব্যবহার ও সংরক্ষণে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল পঞ্চগড় জেলা ইজতেমা
ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক

আরও খবর