Header Border

ঢাকা, শনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৩.৯৬°সে

আন্তর্জাতিক বডিবিল্ডিংয়ে অভিষেকেই পদক জিতলেন বাংলাদেশের মৌ

বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েরা? বছর তিনেক আগেও তা ছিল কল্পনার বাইরে। অথচ বাংলাদেশের একজন নারী বডিবিল্ডার পদক জিতলেন আন্তর্জাতিক অঙ্গনে পা দিয়েই।

নাম মাকসুদা আক্তার মৌ। ইতিহাস গড়েছেন প্রথম বাংলাদেশী নারী হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে। ভারতের মুম্বাইয়ে চলমান আইএইচএফএফ অলিম্পিয়া অ্যামেচার বডিবিল্ডিংয়ে অংশ নিয়ে অভিষেকেই পদক জিতেছেন চট্টগ্রামের এই মেয়ে।

সর্বশেষ বাংলাদেশ গেমস ও জাতীয় চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া মাকসুদা মুম্বাইয়ে ওমেন ফিজিক ক্যাটাগরিতে হয়েছেন দুইজনের সঙ্গে যৌথ রানারআপ।

রানারআপ হওয়ার কৃতিত্বটা অনেক বড়। কারণ বিভিন্ন দেশের ৩০ জন নারীর সঙ্গে প্রতিযোগিতা করে তিনি পৌঁছেছিলেন সেরা চারে।

মুম্বাইয়ের বোম্বে এক্সিবিসন সেন্টার হলে প্রাথমিক বাছাইয়ের পর সেরা আটে উঠেছিলেন মাকুসদা। এরপর বিচারকদের রায়ে তিনি হয়েছে তৃতীয় রানারআপ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দেবীগঞ্জে শুরু হচ্ছে জেলা ইস্তেমা
কুষ্টিয়ায় তাথৈই তাহিয়া টি-২০ আন্ত:জেলা ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মাত্র ১ রানে সাকিবের বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা
শনিবার আসছেন ডোমিঙ্গো, শুরু হচ্ছে টাইগারদের অনুশীলণ
বিপিএল: আসতে শুরু করেছেন বিদেশিরা, গেইল আসবেন শনিবার
‘১১ জনের বিপক্ষে পুরো দেশ’-ক্ষোভে ফুঁসছেন কোহলিরা

আরও খবর