নওগাঁর মান্দায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্ত্তলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- কীর্ত্তলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান (৫ ) ও রাব্বীর ছেলে রিয়াদ হোসেন (৪)।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে মেহেদী ও রিয়াদ খেলা করছিল। একপর্যায়ে স্বজনদের অগোচরে পুকুরের পানিতে তারা ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তারা ভেসে ওঠে। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় তাদের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।