Header Border

ঢাকা, বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৪.৯৬°সে
শিরোনাম :
ডিমলায় ভিক্ষুক পুনবার্সনের লক্ষ্যে উপকরন বিতরন অন্তঃসত্ত্বা গৃহবধুকে হত্যা দায়ে কুষ্টিয়ার যুবকের মৃত্যুদন্ড কুষ্টিয়া কুমারখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ডিমলায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় ৬ মামলায় আটক ৮১ তিস্তার ভূ-উপরিস্থ পানি সম্পদের যথার্থ ব্যবহার ও সংরক্ষণে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল পঞ্চগড় জেলা ইজতেমা ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক আজ থেকে শুরু ৩ দিন ব্যাপি বাউল সম্রাট লালন স্মরণোৎসব বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আলু ফসলের প্রদর্শনী প্লট ও মাল্টি লোকেশন পারফরমেন্স

পরিবেশ সংরক্ষণে বরগুনা জেলা ছাত্রলীগের ভিন্ন উদ্যোগ

‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ’-এই শ্লোগানে বরগুনা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নাগরিক বর্জ্য ফেলার ড্রাম স্থাপন করে দিয়েছে বরগুনা জেলা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নাথপট্টি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মোঃ জাহাঙ্গীর কবীর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন সাবু এবং জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিকসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, ‘স্থানীয় উন্নয়নে ছোট ছোট উদ্যোগের মধ্যে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবে ছাত্রলীগ।’

ছাত্রলীগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘এখন সময় মাদকের বিরুদ্ধে রুখে দাড়ানোর। এখনই সময় জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর।’

মাদক ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে বরগুনা জেলা ছাত্রলীগকে ধারাবাহিক কর্মসূচি হাতে নেয়ার পরামমর্শ দেন তিনি।

এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, এর আগেও পরিবেশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতায় একাধিক উদ্যোগ নিয়েছে বরগুনা জেলা ছাত্রলীগ। এবার শহরের ব্যস্ততম ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ১২টি বর্জ্য ফেলার ড্রাম স্থাপন করা হয়েছে। শীঘ্রই এ কর্মসূচি জেলার সকল উপজেলা, পৌর এবং ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণের পাশাপাশি মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলতেও বৃহত্তর উদ্যোগ হাতে নেবে ছাত্রলীগ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উত্তম কর্মকার, মঞ্জুরুল ইসলাম রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক রেজোয়ানুল ইসলাম বাবু, সাফিন খান, মর্তুজা আলী মিঠুন এবং আইন বিষয়ক সম্পাদক সৌরভ আহমেদ আশিক প্রমুখ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ডিমলায় ভিক্ষুক পুনবার্সনের লক্ষ্যে উপকরন বিতরন
ডিমলায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
তিস্তার ভূ-উপরিস্থ পানি সম্পদের যথার্থ ব্যবহার ও সংরক্ষণে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল পঞ্চগড় জেলা ইজতেমা
ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক
আজ থেকে শুরু ৩ দিন ব্যাপি বাউল সম্রাট লালন স্মরণোৎসব

আরও খবর