কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়রি মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে তাদের প্রতিভার প্রদর্শন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষক সম্পাদক সামির হোসেন সাকি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবক্কর সিদ্দিকী। উদ্ভোদনী বক্তৃায় তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ( অব:) নুরজাহান বেগম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ,
তাড়াইল সাচাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাজহারুল ইসলাম মুকুল, উপজেলা সংস্কৃতি দলের আহবায়ক আতিকুর রহমান লতিব, উপজেলা যুবদলের আহবায়ক উমর ফারুক, যুগ্ম আহবায়ক মো. আবুল মনসুর, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুয়েল আহমেদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় ও সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের পরিচালনায় দিনব্যাপী আয়োজনে দৌড়, লং জাম্প, হাই জাম্প, গোলক নিক্ষেপ, দড়ি লাফ, বিস্কুট দৌড়সহ নানা ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেয়।
শিক্ষার্থীদের মনোবল বাড়াতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকৃন্দ উপস্থিত ছিলেন ।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি সামির হোসেন সাকি তার সমাপনী বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা একজন শিক্ষার্থীকে শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী করে তোলে।”
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুতুব উদ্দিন আহমেদ।