1. backup@wordpress.com : backup :
  2. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. admin@icrbd24.com : admin :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

‘সবার অংশগ্রহণে চাই চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গন। ঘোষিত কমিটি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিস্টগোষ্ঠির অন্তর্ভুক্তিতে জানাই তীব্র প্রতিবাদ’ – বদিউল আলম খোকন ও শিবা শানু

চলচ্চিত্রের ফেরিওয়ালা
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪


বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক চিত্রনায়ক মেহেদি হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসাসফল চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব, ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি’র আহ্বায়ক বদিউল আলম খোকন এবং সদস্য সচিব জনপ্রিয় অভিনেতা ও সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক চৌধুরি মাজহার আলী (শিবা শানু) এক যুক্ত বিবৃতিতে বলেন’সবার অংশগ্রহণে চাই চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গন। ঘোষিত কমিটি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিস্টগোষ্ঠির অন্তর্ভুক্তিতে জানাই তীব্র প্রতিবাদ ‘
বিবৃতিতে উল্লেখ করা হয়, তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ, চলচ্চিত্রের বিভিন্ন শাখা দেখভাল করার জন্য নানা পর্যায়ের কমিটি গঠনে চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে যারা ফ্যাসিস্ট বিরোধী, তাদের মতামত প্রদানের সুযোগ না দিয়ে একতরফাভাবে ও স্বৈরাচারের সময় সুবিধাভোগী, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিয়ে অযাচিত ভাবে ও সংশ্লিষ্ট বিভিন্ন মহলের প্রতিবাদের মুখে একের পর এক কমিটি ঘোষণা করে যাচ্ছে। আমরা মনে করি এটি ফ্যাসিস্ট ভূতের নীল নকশার বাস্তবায়ন।
বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সাথে সম্পৃক্তদের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস আছে। আমরা এটাও বিশ্বাস করি এই দুই মন্ত্রণালয়ের ঘটনাবলি ও প্রকৃত অবস্থা সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের কাছে আড়াল করে সচিবালয়ের ভেতর ঘাপটি মেরে থাকা একটি স্বার্থান্বেষী মহল চলচ্চিত্রাঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনের ফ্যাসিস্ট বিরোধীদের দূরে রাখার দুরভিসন্ধি বাস্তবায়ন করছে।
আমরা পদপদবী’র লোভী নই। আমরা চাই দীর্ঘদিন বৈষম্যের শিকার যারা তাঁদের মূল্যায়ন, বঞ্চিত-নির্যাতিত-কারাভোগকারীদের মতামত শোনার ধৈর্য ও মানসিকতার স্ফুরণ ঘটাবেন।
বিবৃতিতে আরও আশা করেন সংশ্লিষ্ট সবার শুভ বুদ্ধির উদয় হবে ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের অংশগ্রহণ ও ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2024