1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. backup@wordpress.com : backup :
  3. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. admin@icrbd24.com : admin :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের বাড়িতে হামলা

সংবাদদাতা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

সংবাদ প্রকাশ করায় আমার দেশ উপজেলা প্রতিনিধি ও বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনী সংবাদ প্রকাশের জেরে মঙ্গলবার ১৭ জুন’২০২৫ রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

 

জানা যায়, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তার চাচাতো ভাই বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনের নেতৃত্বে শতাধিক দলীয় সন্ত্রাসী ক্যাডার বাহিনী পৌর শহর ৮নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকায় সাংবাদিক মোশাররফ হোসেনের বাসায় গিয়ে তার অনুপস্থিতে হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেয়।

 

সাংবাদিক মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার বিকেলে আমার ব্যবহৃত ফোনে আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু নিজই বিভিন্ন প্রকার অশালিন অশ্রাব্য ভাষায় গালমন্দ, জীবনের তরে সাংবাদিকতা শিক্ষা দিয়ে ছাড়বে ইত্যাদি হুমকি-ধামকি, ২ ঘন্টার মধ্যে দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোষ্ট না দিলে বীরগঞ্জ ছাড়া করা হবে।

 

রাতের বেলা দলীয় শতাধিক ক্যাডার বাহিনী বাসায় পাঠিয়ে আমার উপর সন্ত্রাসী হামলার চেষ্টা করে, সে সময় আমি বাসায় ছিলাম না, শিপন ও ক্যাডারেরা আমার সহধর্মিণীসহ পরিবারের লোকজন কে ভয়ভীতি প্রদর্শন করে।

 

ঘটনার সময় এবং পরবর্তিতে রাতেই বিষয়টি অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানায় অবগত করাসহ সংশ্লিষ্ট প্রশাসন কে জানানো হয়েছে।

 

এ সংবাদ ছড়িয়ে পড়লে দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাব, সার্কেল প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, খানসামা, কাহারোল প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকরা তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের মব জাষ্টিজ বন্ধের আহবান সহ অপরাধীদের কে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2024