বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর সদর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত ১৯ জুন ২০২৫, রবিবার, পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্যামপুর বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে একটি হেল্প ডেস্কের মাধ্যমে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় পরীক্ষার্থীদের মাঝে পানি, স্যালাইন, ট্যাংকসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন খলেয়া গঞ্জিপুর ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, জেলা ছাত্রদলের সদস্য মৃদুল হাসান শামীম, হীরা মিয়া, শিমুল ইসলাম, অনিকসহ আরও অনেকে।