1. backup@wordpress.com : backup :
  2. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. admin@icrbd24.com : admin :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি’র উপদেষ্টা পরিষদ ও আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা

এবিএম সোহেল রশিদ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

৩০ আগষ্ট, ২০২৪ অনুষ্ঠিত আলোচনার প্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর, ২০২৪, বৃহস্পতিবার বিকেলে চলচ্চিত্র ব্যক্তিত্ব চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের উপস্থিতিতে, ইতোপূর্বে ঘোষিত চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনকে আহ্বায়ক ও চলচ্চিত্র অভিনেতা চৌধুরী মাজহার আলী (শিবা শানু)-কে সদস্য সচিব করে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি’র সাংগঠনিক তৎপরতা গতিশীল ও কার্যকর করতে দেশবরেণ্য চলচ্চিত্র সতীর্থদের নিয়ে সংগঠনের উপদেষ্টা পরিষদ গঠন ও একুশ জন যুগ্ম-আহবায়ক মনোনীত করা হয়েছে। অবিলম্বে সন্মানিত সদস্যদের নাম ঘোষণা করা হবে।

🔹উপদেষ্টা পরিষদ🔹
মনিরুজ্জামান মনির, গীতিকার, প্রযোজক ও পরিচালক
সাঈদুর রহমান সাঈদ, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক
মালেক আফসারী, চলচ্চিত্র প্রযোজক পরিচালক
রেজা লতিফ, চিত্র গ্রাহক, প্রযোজক ও পরিচালক
আবুল খায়ের বুলবুল, প্রযোজক ও পরিচালক
জিন্নাত হোসেন জিন্নাহ, চলচ্চিত্র প্রযোজক ও চলচ্চিত্র সম্পাদক
সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক
শহীদুল্লাহ ফারায়জি, গীতিকার ও লেখক
ইথুন বাবু, গীতিকার সুরকার ও গায়ক
এইচ এম এ মান্নান, চলচ্চিত্র প্রযোজক নিউ স্টার ফিল্ম কর্পোরেশন
মোহাম্মদ রফিক উদ্দিন, চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক
আবুল কালাম আজাদ, চলচ্চিত্র পরিচালক
আওলাদ হোসেন উজ্জ্বল, চলচ্চিত্র প্রদর্শক
কাসেম আলী দুলাল, স্ক্রিপ্ট রাইটার
রাজু আহমেদ, চলচ্চিত্র পরিচালক
হেদায়েতুল্লাহ খান ( জাদু আজাদ) অভিনেতা, প্রযোজক ও পরিচালক
মোঃ খোরশেদ আলম, চিত্র গ্রাহক

🔹আহ্বায়ক কমিটি (আংশিক) 🔹

আহ্বায়ক : বদিউল আলম খোকন, চলচ্চিত্র পরিচালক
.
যুগ্ম-আহ্বায়ক: মেহেদী হাসান, চিত্রনায়ক
যুগ্ম-আহ্বায়ক: আরমান, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও ফাইট ডিরেক্টর
যুগ্ম-আহ্বায়ক: আশরাফুল হক ডন, খলনায়ক
যুগ্ম-আহ্বায়ক: মুশফিকুর রহমান কাকন, চিত্রনায়ক
যুগ্ম-আহ্বায়ক: শাহেদ শরীফ, অভিনেতা
যুগ্ম-আহ্বায়ক: জয়নাল আবেদীন, চলচ্চিত্র পরিচালক
যুগ্ম-আহ্বায়ক: নাসির উদ্দিন মিলন, চলচ্চিত্র পরিচালক
যুগ্ম-আহ্বায়ক: কেয়া চৌধুরী, অভিনেত্রী
যুগ্ম-আহ্বায়ক: হানিফ রেজা মিলন চলচ্চিত্র পরিচালক
যুগ্ম-আহ্বায়ক: সাইফুল ইসলাম, নৃত্য পরিচালক
যুগ্ম-আহ্বায়ক: হান্নান মজুমদার সংগঠক
যুগ্ম-আহ্বায়ক: সামসুল ইসলাম, মেকআপ আর্টিস্ট
যুগ্ম-আহ্বায়ক: একরামুল হক, চলচ্চিত্র সম্পাদক
যুগ্ম-আহ্বায়ক: রিনা খান, অভিনেত্রী
যুগ্ম-আহ্বায়ক: ইলিয়াস কোবরা, চলচ্চিত্র অভিনেতা ও ফাইট ডিরেক্টর
যুগ্ম-আহ্বায়ক: শফিক হাসান, চলচ্চিত্র পরিচালক
যুগ্ম-আহ্বায়ক: রিয়াজুল রিজু চলচ্চিত্র পরিচালক
যুগ্ম-আহ্বায়ক: দেলোয়ার হোসেন পলক, চলচ্চিত্র পরিচালক
যুগ্ম-আহ্বায়ক: আজহারুল ইসলাম চিত্রগ্রাহক
যুগ্ম-আহ্বায়ক: আসিফ জহির অংকুর, স্থিরচিত্র গ্রাহক ও চিত্র গ্রাহক
যুগ্ম-আহ্বায়ক: বিলাস খান, চলচ্চিত্র অভিনেতা
যুগ্ম-আহ্বায়ক: তানভীর তনু, চলচ্চিত্র অভিনেতা
যুগ্ম-আহ্বায়ক: আদর আজাদ, চিত্রনায়ক

.
সদস্য সচিব: চৌধুরী মাজহার আলী (শিবা শানু) চলচ্চিত্র অভিনেতা।
.
সিদ্ধান্ত মোতাবেক চলচ্চিত্র পরিবারের নিম্নলিখিত সংগঠন থেকে আলোচনা ও সম্মতির ভিত্তিতে নুন্যতম দুইজন বা তার অধিক সন্মানিত সদস্যকে ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি’তে অন্তর্ভুক্ত করা হবে।
সংগঠনগুলো হচ্ছে—

চলচ্চিত্র প্রযােজক সমিতি
চলচ্চিত্র পরিচালক সমিতি
বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থা
চলচ্চিত্র শিল্পী সমিতি
ফিল্ম এডিটরস গিল্ড
চলচ্চিত্র প্রদর্শক সমিতি
বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি (সিডাব)
চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি
চলচ্চিত্র লেখক সমিতি
স্থিরচিত্র গ্রাহক সমিতি
চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি
চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি
চলচ্চিত্র সহকারী চিত্রগ্রাহক সংস্থা
চলচ্চিত্র অঙ্গ সজ্জাকর সমিতি
ভাই ভাই একশন সঞ্চয় গোষ্ঠী
বাংলাদেশ চলচ্চিত্র শিল্প নির্দেশক সমিতি
চলচ্চিত্র লাইট সরবারহ মালিক সমিতি
চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি
এবং
ফিল্ম ক্লাব লিমিটেড

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2024