1. backup@wordpress.com : backup :
  2. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. admin@icrbd24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

বিএফডিসি শুধু রুটি রুজির জায়গা নয়, রুচি ও মনন তৈরিতে বিশেষ ভূমিকা রাখে -বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি

চলচ্চিত্রের ফেরিওয়ালা
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটির আহ্বায়ক বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে আজ ১৩ অক্টোবর, ২০২৪ বিকেল ৪টায় বিএফডিসিতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট সরকার পলায়ন করলেও তাঁদের দোসররা নানা ছদ্মবেশে শিল্প-সাহিত্য, সংস্কৃতি-চলচ্চিত্রসহ সকল সৃষ্টিশীল অঙ্গন বিজাতীয় করণের প্রচেষ্টা এখনো অব্যাহত রেখেছে।’ তারা আরও বলেন, ‘চলচ্চিত্রাঙ্গনে তাদের চিহ্নিত করে সমুচিত জবাব দেয়া হবে। বিএফডিসি শুধু রুটি রুজির জায়গা নয়, রুচি ও মনন তৈরিতে বিশেষ ভূমিকা রাখে।

গত ছাত্র আন্দোলনে শহিদদেরসহ গত ষোলো বছর যারা হত্যা, গুম, নির্যাতনে শহিদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করে একমিনিট নিরবতা পালন করা হয়।

চলচ্চিত্র পরিচালক হানিফ রেজা মিলনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিত্রনায়ক মেহেদি, অভিনেতা আশরাফুল হক ডন, চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাইট ডিরেক্টর আরমান,চলচ্চিত্র পরিচালক নাসিরুদ্দিন মিলন, চলচ্চিত্র পরিচালক শফিক হাসান, বিএফডিসি’র এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জি এম সাঈদ, অভিনেতা বিলাশ খান, রোকেয়া সুলতানা কেয়া, চলচ্চিত্র সম্পাদক একরামুল হক, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার হোসেন পলক, অভিনেতা তানভীর তনু, চলচ্চিত্র পরিচালক জয়নাল আবেদিন, চলচ্চিত্র ব্যবস্থাপক নজরুল।

বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটির আহ্বায়ক বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘দেশ রাহু মুক্ত হলেও চলচ্চিত্রাঙ্গনে এখনো গতি ফিরে আসেনি। লেজুড়বৃত্তি ও কথা চালাচালি করে চলচ্চিত্রের উন্নয়ন সম্ভব নয়। চলচ্চিত্র নির্মাণ করতে হবে, শিল্পী কলাকুশলীদের কাজ করতে হবে। নেতা হয়ে নয়, চলচ্চিত্র সংস্কারে ফ্যাসিস্ট বিরোধী সবাইকে চলচ্চিত্র কর্মী হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কথায় কথায় মিটিং আমাদের কর্মহীন করে ফেলছে। তিনি আরও বলেন, আমরা সরকারের সংস্কারমূলক কাজে সহযোগিতা করতে চাই, অবিলম্বে সরকার কর্তৃক গঠিত কমিটিতে চলচ্চিত্রের অভিজ্ঞজনদের অন্তর্ভুক্তির মাধ্যমে সমন্বয় করা হোক’।

বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটির সদস্য সচিব চলচ্চিত্র অভিনেতা চৌধুরী মাজহার আলী (শিবা শানু) সৈয়দপুরের শুটিংয়ে থাকার কারণে টেলিফোন বার্তায় ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা নানা ধরণের প্রপাগাণ্ডা ছড়িয়ে চলচ্চিত্র কর্মীদের ফাঁদে ফেলতে চাইছেন’ উল্লেখ করে বলে, ‘এই অশুভ প্রক্রিয়া সম্বন্ধে আমাদের সজাগ থাকতে হবে।

উপস্থিত ছিলেন অভিনেত্রী শিউল শিলা, চিত্রগ্রাহক এস, এম আজাহার, সহকারী পরিচালক শাকিল আহমেদ চৌধুরি, মেকআপ আর্টিস্ট জামাল, ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান কামরুন্নাহার আন্না, ইসমাইল হোসেন, আলমগীর হোসেন, এস, আই শহিদ, আ. রউফ শিকদার, মো. মামুন, ম. মতিউর রহমান, মো. ইয়াকুব আলী, মো. মনিরুল ইসলাম, সাইফুর রহমান চৌধুরি, মোমো. রিয়াজুল হক, মো. আনোয়ার হোসেন, বাদল সিদ্দিকী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2024