1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. backup@wordpress.com : backup :
  3. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. admin@icrbd24.com : admin :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

দেবীগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন 

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫

দেবীগঞ্জ উপজেলার ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেলে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

দেবীগঞ্জ উপজেলা, মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে কর্ণ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে ভূমিসেবা সহায়তা কেন্দ্রে জমি সংক্রান্ত সকল বিষয়ে স্বল্প খরচে অনলাইনে আবেদন করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, কর্ণ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক পরিমল চন্দ্র রায় সহ দোকানের কর্মচারী ও কর্মকর্তাগণ।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন,এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এলাকার নাগরিকরা ভূমিসংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা সহজে ও স্বল্প খরচে পাবেন। ভূমিসেবা সহায়তা কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা ভূমি বিষয়ক বিভিন্ন কার্যক্রমকে আরও সহজলভ্য করবে। এই কেন্দ্র থেকে নাগরিকরা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি (মিউটেশন), খতিয়ান ও নকশার জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে যারা অনলাইনে আবেদন করতে সমস্যা অনুভব করেন বা প্রয়োজনীয় কারিগরি দক্ষতা রাখেন না, তাদের জন্য এই কেন্দ্র একটি সহায়ক মাধ্যম হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2024