1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. backup@wordpress.com : backup :
  3. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. admin@icrbd24.com : admin :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

দেবীগঞ্জে ব্যাবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

সংবাদদাতা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোকলেছার রহমান (৩০) নামে এক ব্যাবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের ধনমন্ডল ঢাকাইয়াপাড়া এলাকার ওই ব্যাবসায়ীর বাড়ির পাশের বাঁশ বাগান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

পরে নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্ত কাজ করছে সি আইডি, পিবি আই ও দেবীগঞ্জ থানা পুলিশ।

নিহত মোকলেছার ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যাবসায়ী।পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ধনমন্ডল ঢাকাইয়া পাড়া এলাকায় তার এক আত্মীয় বাঁশ বাগানের পাশে ছাগল বাঁধতে গিয়ে মোকলেছার মরদেহ দেখতে পান ।

নিহত মোকলেছারের বাবা জানান,আমার ছেলের কাছের কেউ তাকে হত্যা করা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

নিহতের স্ত্রী ফাতেমা জানান,আমার স্বামীর রাত ৮ কথা হয়েছে তাকে আমি খরচ আনতে বললাম সে আমাকে বলল বাড়িতে আসার সময় খরচ নিয়ে আসব। কিন্তু রাত ১০ টার পর থেকে ফোন দিচ্ছি তার ফোন বন্ধ সারা রাত ঘুমাতে পারি নাই। আমার তিনটা মেয়ে এখন আমি কিভাবে থাকব।

নিহতের ভাগিনা সাদেকুল জানান,মামা আমাকে রাত ৮ টায় আমাকে দোকানে রেখে বলেন, তুমি থাকো আমি আসতেছি কিন্তু আর পরে আসে না। আমি ফোন দিলে তার ফোন বন্ধ পাই। পরে দোকান বন্ধ করে বাড়িতে চলে আসি কিন্তু বাড়িতে মামা আসে নাই।

পরে তার চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষ।ক্রমেই ভিড় বাড়ে উৎসুক মানুষের। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানায়, বুধবার রাতে ৮ টার পর কথা হয় তার সাথে, এর পর সে আর ফিরেনি। ধারণা করা হচ্ছে গভীর রাতে তাকে হত্যা করে ফেলে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা।

 

দেবীগঞ্জ সার্কেল এসপি সামুয়েল সাংমা জানান, আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে এট পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। তদন্তে কাজ করছে, সি আইডি, পিবি আই ও দেবীগঞ্জ থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2024