দেবীগঞ্জ উপজেলার ৮ নং দন্ডপাল ইউনিয়নের মৌমারী হাকিমপুর গ্রামে সিদ্ধার্থ রায় (৩) মৃত্যু হয়েছে ।
আজ (২৫জুন) সকালে হাকিমপুর এলাকায় খেলার সময় ঘরের টিনের সাথে বিদ্যুৎ স্পর্শ হয়ে শিশুটি মারা যায়। মৃত সিদ্ধার্থ রায় হাকিমপুর এলাকার সতেন্দ্রনাথ রায়ের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সিদ্ধার্থ রায় (৩) সে সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় খেলাধুলা করতে থাকে। খেলাধুলার একপর্যায়ে বাড়ির সকলের অজান্তে বসত ভিটার পশ্চিম দুয়ারী সেমি পাকা ঘরের টিনের দরজায় বিদ্যুৎ শক খেয়ে ছিটকে পড়ে থাকে। সিদ্ধার্থর মা শিশু পড়ে থাকতে দেখে চিৎকার করলে বাড়ির লোকজন ছুটে আসে। পরে এলাকার লোকজনের সহযোগিতায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন।কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করে।
উল্লেখ যে, টিনের দরজার উপর দিয়ে বিদ্যুতের তাঁর ঘরের ভেতর নিয়ে যাওয়ায় ফলে টিনের দ্বারা তাঁর কেটে গিয়ে টিনের দরজাটি বিদ্যুৎ স্পর্শ হয়ে যায়। শিশুটি টিনের দরজাটি স্পর্শ করার ফলে এই দুর্ঘটনাটি ঘটে ।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা ঘটনার সততা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দেবীগঞ্জ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।