1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. backup@wordpress.com : backup :
  3. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. admin@icrbd24.com : admin :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

দেবীগঞ্জে আলোচিত বাদশা হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল থেকে গ্রেফতার ২

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোচিত বাদশা মিয়া হত্যা মামলার এজাহারনামীয় ১নং ও ২নং পলাতক আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‍্যাব
শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প এবং র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের যৌথ অভিযানে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানাধীন মাটিকাটা বালুরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন– মো. রুহুল আমিন (৩০) ও রবিন ইসলাম (২৫)। তারা দুজনই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ডাকুয়াপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

র‍্যাব-১৩-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ডাকুয়াপাড়া গ্রামে চলাচলের রাস্তার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ১৫ জুন দুপুরে পূর্বপরিকল্পিতভাবে বাদশা মিয়ার বাড়িতে ঢুকে ধারালো বাঁশিলা দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরদিন ১৬ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ১৬ জুন দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং যৌথ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে। পরে তাদের দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোয়েল রানা, বলেন, আসামিদের থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2024