1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. backup@wordpress.com : backup :
  3. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. admin@icrbd24.com : admin :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

ডোমার বালিকা সপ্রাবি’র শিক্ষক সুরাইয়া বিলকিস এর অবসর জনিত বিদায় সংবর্ধনা

আনিছুর রহমান মানিক। ডোমার, নীলফামারী
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫

ডোমার বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সুরাইয়া বিলবিস এর অবসর জনিত বিদায় সংবর্ধনা সুষ্ট ভাবে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত মঙ্গলবার (০১ জুলাই) সকাল ৯টায় সুরাইয়া বিলকিস বিদ্যালয়ে উপস্থিত হয়ে শেষ কর্মদিবসের স্বাক্ষর প্রদান করেন। সকলের সাথে কুশল বিনিময় করে দুপুরে নিজ উদ্যোগে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
বিকালে বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
সহকারী শিক্ষক মঞ্জুর মোর্শেদ কবির রাসেল এর উপস্থাপনায় অতিথি হিসাবে সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সুদিপ চন্দ্র শর্মা, স্বপন রামকৃষ্ণ রায়, বিশিষ্ট ব্যবসায়ী এনামূল হকসহ বিদ্যালয়ে সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এসময় সহকারী শিক্ষক আ.ন. ম তারেক, সালমা আক্তারী, শিক্ষার্থী মুনতাহারা মাওয়া, নুরে জান্নাত মুন প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বিদায়ী শিক্ষক সুরাইয়া বিলকিস কে বিশেষ সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেন শিক্ষার্থী ও অতিথিগণ। শিক্ষক সুরাইয়া বিলকিস ১৯৮৭ সালে সহকারী শিক্ষক হিসাবে যোগদান কারেন। দীর্ঘদিন সফলতা ও সুনামের সহিত চাকুরী জীবন শেষে করে আজ অবসর জনিত বিদায় নিলেন তিনি। শেষ কর্মদিবসের বিদায় কালে অশ্রæনয়ন জলে কান্নায় ভেঙে পড়েন সহকর্মী শিক্ষার্থীসহ অনেকে। তাদের কান্নায় বিদ্যালয় প্রাঙ্গণ ভাড়ী হয়ে উঠে। শেষে ফুলের সাজে গাড়ীতে করে নিজ বাড়ীতে পৌছে দেন বিদায়ী সুরাইয়া বিলকিস ম্যাডামকে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2024